যারা পাথরের মতো বাঁচে / সায়ীদ আবুবকর

যারা পাথরের মতো বাঁচে
নিঃসাড় নিশ্চুপ; ন্যায়-অন্যায় যাদের কাছে
একই রকম; যারা সত্য ও মিথ্যায়
দ্যাখে না বিভেদ; যারা কেবলি বাঁচতে চায়
নিরাপদে, দুর্গন্ধে, ছুঁচার মতো নির্ঝঞ্জাট; যারা সবখানে
থাকে ভালো কারণ তাদের করায়ত্ত সব জাদু, আর তারা জানে
সমস্ত নোংরামি
জগতের; তাদের সান্নিধ্য থেকে আমি
পানাহ চাই শুধু আজ- আমার অস্তিত্ব থেকে তাদের সংস্পর্শ
থাকে যেন দূরে সহস্র আলোকবর্ষ।

২১.৬.২০১৪ সিরাজগঞ্জ টু ঢাকা বাস