হৃদয় মানেনি তাকে
তাই আজ বিদ্রোহী চোখ
মুখ নোখ
বিদ্রোহী হাত,
হৃদয় মানেনি তাকে
তাই আজ উড়ু উড়ু পক্ষির জাত।
কেউ কেউ মেনেছিলো-
ক্ষুধার্ত পেট
কাঙাল দু’চোখ
নির্বোধ হাত আর পা
মস্তিষ্কের কিছু লোভী চেতনা।
কিন্তু হৃদয় শুধু বেয়াড়া বালক
হঠাৎ হঠাৎ বসে বেঁকে,
ক্রমেই সে বিদ্রোহী হয়ে ওঠে যেই
বিদ্রোহী হয়ে ওঠে সমগ্র কোষ।
এখানে আপনার মন্তব্য রেখে যান