ঠিকানা জানি না বন্ধু
তাই দ্বিধাহীন পথ চলি,
কষ্টের ছেড়া চটি পায় তবু
সুখ সুখ কথা বলি।
জীবন জানে না কাব্য
কোনো ছন্দ-মাত্রা-মিল,
হৃদয়ের চৌরাস্তায় তবু
খুঁজি সেই মঞ্জিল।
ঠিকানা জানি না বন্ধু
নেই হারানোর দায়ভার,
হৃদয়ের সাথে লেনদেন
করি কবিতার কারবার।
এখানে আপনার মন্তব্য রেখে যান