ভোলা বলে খোলা হয়ে গেলে আজ আকাশের বুক
অর্ধেক সুখ তুই নিস আর অর্ধেক টুক
রেখে দিস থাল ভরে,
দেখা যদি হয় কোনো দিন ফের বকুলের চত্তরে
মেখে নেবো সারা গায়।
মন বলে ততক্ষণ যদি কেউ লুটে নিয়ে যায়
সুখের বকুল খুব ভোরে এসে খুটে নিয়ে যায়?
ভোলা আর মন চিন্তিত মুখে খুলছে আকাশ
যেখানে মজুদ মনভোলা এক দীর্ঘশ্বাস।
এখানে আপনার মন্তব্য রেখে যান