আম্মু বলে দুষ্টু তুমি
তোমাকে আর নেবো না,
আমি বলি আমাকে আর
ছোট্ট খোকা ভেবো না।
আম্মু বলে, তাই নাকি রে!
থাক তাহলে একলা ঘর;
যাচ্ছি আমি বাবার বাড়ি
সব কিছু তুই নিজেই কর।
আমি বলি- যাও না খুকি
তোমাকে আর রাখবো না,
নানুর বাড়ি গিয়ে আমি
আম্মু বলে ডাকবো না।
মন্তব্য করুন