জাদুর শহর / সাইফ আলি

শহরটা ঠিক জাদুর শহর
দালানকোঠা কিচ্ছু নেই
কলের চাপায় ভাপসা গরম
সাপ-পোকা বা বিচ্ছু নেই।

গাড়ির চাকা থমকায় না
থমকাবে কি গাড়িই নেই
চোর ডাকাতের খোঁজ মেলে না
তাইতো পুলিশ ফাড়িই নেই।

কর্পোরেশন কেউ চেনে না
তাবেদারির বালাই নেই,
কোর্ট-কাচারি বেকার বসে
যার যেটা নিজ চালায় সেই।

পকেট কাটার মন্ত্র পড়ে
কেউ এখানে বাস করে না,
ভালোবাসার বিদ্যাপিঠে
হিংসাদ্বেষের চাষ করে না।

শহরটা ঠিক জাদুর শহর
হয়তো খোকার কল্পনা,
কিন্তু তাকে গড়তে খোকা
পণ করেছে, গল্প না।

এখানে আপনার মন্তব্য রেখে যান