পাগলটা / সাইফ আলি

দারুণ মজার খবর না!
ঐ পাশের ঐ কবর না
আমার তোমার মামার না
চাচার কিংবা খালুর না!!
আধেক রাতে পাগলটা যে
ঘুম ভাঙাতো, ছাগলটা যে
মরেছে বেশ ভালোই হলো
ঘুম হবে খুব জবর না!!?

পাগলটা না হঠাৎ রাতে
বলতো- ‘নিলো সব ডাকাতে,
মরবি এবার ডাল কি ভাতে
মিথ্যে কোনো খবর না,
ঘুমের ঠেলায় নাভির নিচে
খুব জমেছে চবর না!?’

কেমন পাগল বলুন মশাই
যেই কথাটা সবাই জানে
জোর কোরে তা ফেরছে কানে
পুশইন করার দরকার কি,
নিজের খেয়ে তেল দেয়া ঠিক
অন্যকারো চরকার কি?

এখানে আপনার মন্তব্য রেখে যান