আমার এখন ইচ্ছে করে / সায়ীদ আবুবকর

আমার এখন ইচ্ছে করে আগুন হতে-
দেই পুড়িয়ে জং ধরা এই বিশ্বটাকে,
শুকনো কলার পাতার মতো দেই পুড়িয়ে
মেকি মানুষ, মেকি সমাজ, মেকি শহর

মানুষগুলোর গায়ে বোঁটকা গন্ধ শুধু,
বাতাস যেন পঁচে গেছে, গুলায় শরীর;
আমার এখন ইচ্ছে করে কুসুম হতে-
সুবাস দিয়ে ডুবিয়ে দিতে এই পৃথিবী

আমার এখন ইচ্ছে করে ঝটিকা হই,
এক ঝাপটে উল্টিয়ে দেই পাপের টাওয়ার
উল্টিয়ে দেই হয়িট হাউজ, উল্টিয়ে দেই
ফেরাউনের চোখ ধাঁধানো বালাখানা

তারপর এই নষ্ট শহর নতুন করে
উঠবে জেগে নতুন দিনের নতুন আলোয়

২২.১০.২০১৩ মিলনমোড়, সিরাজগঞ্জ