চিঠি / সাইফ আলি

একটা চিঠির চারটি ভাজে
কষ্টগুলো বন্দি আছে
চিঠির খামে ছোট্ট করে
লেখা আছে সুখপাখি-
 
বেহাত চিঠি এ-হাত ও-হাত
ঘুরছে শুধু ঘুরছে সে
সুখপাখিটার খবর জানে
কেউ কি আছে, কেউ চেনে?
 
কেউ জানে না, কেউ চেনে না-
এই চিঠিটার প্রেরক কে?
কে পাঠালো এমন চিঠি
খাম খুলে তার তালাশ নে।
 
সুখপাখিকে লেখছে চিঠি
শূন্যনীড়ের সাতকাহন,
কেউ কি উনার বসত চেনো
কোন নীড়ে তার বাস এখন?

এখানে আপনার মন্তব্য রেখে যান