ভয় হয় যদি ক্ষয় হয় পা
তাই হাঁটতে মানা
ভয় হয় যদি ক্ষয় হয় দাঁত
তাই গিলে খাই ভাত
ভয় হয় যদি দৃষ্টি হারায়
তাই চোখ মেলি নাই
ভয় হয় যদি হাতটা বাড়াই
আর পড়ে ভেঙে যায়
ভুল হবে ভেবে বলিনি কিছুই
বোবা বলো তাও
শুনিনি কখনো তোমাদের
যদি গল্প বানাও
খরচ করিনি কোনোটাই
যদি ফুরিয়েই যায়,
কি হবে তখন শেষশেষ
যদি বুড়িয়েই যাই!!
মন্তব্য করুন