তুই এমন ক্যানো মন / সাইফ আলি

তোর মুখ পোড়া ছাই
এক ঠিকানায়
কাটালি জীবন!
তুই এমন ক্যানো মন।।

তোর ঘর করে না যে
তুই মজলি তার প্রেমে
তোর সুখ পোড়ালো যে
তুই মজলি তার প্রেমে
কি নেশায় মেতে কাটালি তুই
সারাটা জৌবন?

সুখের পাখি সবার কি আর
হয়রে ঘরের বধূ,
সব ফুলে কি ভ্রমর বসে
সব ফুলে হয় মধু?

তোর চোখ পড়ে না যে
কি খুঁজিস তার চোখে
তুই ছিন্নভিন্ন হোস
যার ছলনার নোখে,
তার মিছে মায়ায় কাটালি তুই
সারাটা জীবন!

এখানে আপনার মন্তব্য রেখে যান