পৃথিবী ২০১৪ / সায়ীদ আবুবকর

আমরা ছিলাম বৃষ্টিতে আজ খরায়
ছিলাম ভরা যৌবনে আজ জরায়
এত বিপুল প্রাণহীনতা দেখে মোটেই হয় না মনে
প্রাণ কখনও ছিলো বসুন্ধরায়

যেন আমরা ইউরেনাসে আছি
চিহ্ন কোনো নেই মশা ও মাছির
কি পাথুরে নিরবতা করছে খাঁ খাঁ চারিদিকে-
কেমন করে এ নরকে বাঁচি!

পাথরেরা ফিসফিসিয়ে কয়,
‘কোনো পাথর এমন পাথর নয়
যেমন পাথর হয়ে আছে রোবট রোবট মানুষগুলো-
চোখেমুখে কেবল মরা ভয়!’

বরফযুগের পুরো আলামত
রুদ্ধ হয়ে আছে জীবনপথ
স্বপ্নকুসুম হৃদয়বৃত্তি জমে গেছে হিমতুষারে-
থমকে আছে ভূত ও ভবিষ্যত

১৬.৬.২০১৪ যশোর টু বগুড়া বাস