আমরা ছিলাম বৃষ্টিতে আজ খরায়
ছিলাম ভরা যৌবনে আজ জরায়
এত বিপুল প্রাণহীনতা দেখে মোটেই হয় না মনে
প্রাণ কখনও ছিলো বসুন্ধরায়
যেন আমরা ইউরেনাসে আছি
চিহ্ন কোনো নেই মশা ও মাছির
কি পাথুরে নিরবতা করছে খাঁ খাঁ চারিদিকে-
কেমন করে এ নরকে বাঁচি!
পাথরেরা ফিসফিসিয়ে কয়,
‘কোনো পাথর এমন পাথর নয়
যেমন পাথর হয়ে আছে রোবট রোবট মানুষগুলো-
চোখেমুখে কেবল মরা ভয়!’
বরফযুগের পুরো আলামত
রুদ্ধ হয়ে আছে জীবনপথ
স্বপ্নকুসুম হৃদয়বৃত্তি জমে গেছে হিমতুষারে-
থমকে আছে ভূত ও ভবিষ্যত
১৬.৬.২০১৪ যশোর টু বগুড়া বাস
এখানে আপনার মন্তব্য রেখে যান