একটা আকাশ সবুজ ঘাসের বুকে
শিশির কণায় আঁকলো নিজের মুখ
একটা আকাশ হারিয়ে গেলো ক্রমে
হয়তো বা তার হারিয়ে যাওয়াই সুখ।
আমরা যখন গল্প বলি জানো-
পাহাড় থেকে ঝর্ণা এলো নেমে
তারপরে সে নদীর তালে লয়ে
গড়িয়ে গেলো উথাল সাগর প্রেমে,
সাগর ছিলো কষ্ট নিয়ে বুকে
উথাল পাথাল কি যে ভীষণ ঢেউ
লবন জলে প্রেমের মিঠে নদী
লাফ দিতো সে নিজকে হারালেও।
হয়তো আকাশ অর্থটা আজ জানে
সাগর নদীর আয়নাজলে ডুবে
খুঁজতে গিয়ে সুখ কথাটার মানে-
কষ্ট জলে ডুব দিলো যেই নদী
সুখ ছিলো তার হারিয়ে যাওয়ার শানে।
এখানে আপনার মন্তব্য রেখে যান