বৃষ্টি ঝরার শব্দটা ঠিক কেমন ছিলো / সাইফ আলি

বৃষ্টি ঝরার শব্দটা ঠিক কেমন ছিলো
শীতল ছিলো, ঠান্ডা ছিলো; যেমন ছিলো
তোমার সাথে কাটিয়ে দেওয়া অল্প সময়-

হাত ছুঁয়ো না নাজুক এ হাত পাতার মতো
শক্ত করে ধরতে পারো- বললে যখন,
তখন আমার অবশ শরীর গাছের মতো
নড়ছিলো না বাতাস ছাড়া একটুখানিও।

বৃষ্টি ঝরার শব্দটা ঠিক কেমন ছিলো!
প্রশ্নটা কি প্রশ্ন ছিলো,
নাকি তোমার জবাব ছিলো খটকা লাগে;
কয়েকফোটা বৃষ্টি ছিলো একটা করে পাতার ভাগে।

এখানে আপনার মন্তব্য রেখে যান