তুমি কোন সাগরের তীরে
খালি পায়ে হাঁটছো এখন,
আমি আছি শহরের
বহুতল ভবনের ছাদে-
এখানে যে চাঁদ উঠে
বিষণ্ণ করে দিলো রাতের আঁধার
সেই চাঁদ ঢেউয়ে ঢেউয়ে
বসালো কি জোনাকি-আসর!?
তোমার পাদুকা জোড়া
বেওয়ারিশ নৌকা সেজেছে
শুভ হোক দু’জনার চাঁদরাতে সাগর সফর
তুমি আর খুঁজতে যেওনা।
এখানে মধ্যরাত পার হয়ে গেছে
রাস্তার মাঝখানে সারি সারি দেবদারু তবু
টহল পুলিশ হয়ে দাঁড়িয়ে রয়েছে বেপরোয়া!
তুমি কি এখন কোনো পাঁচতারা হোটেলের এসিরুমে শুয়ে?
সাগরের তীর জুড়ে জমে গেছে শফেদ প্রবাল?
অথচ এখানে আমি বহুতল ভবনের ছাদে
ভাবছি কি আকশ পাতাল!