এ কেমন দৃশ্য দ্যাখো, মানুষের মৃত্যুতে উল্লাসে
নাচছে মানুষ। মানুষ এখানে আর দেয় না তো ফুল লাশে,
দুঃখে ছিটায় না গোলাপজল।
বরং উচ্ছল
নৃত্যের মিছিল নিয়ে প্রদক্ষিণ করে তারা সভ্যতার অলিগলি।
যারা যত বর্বর তারাই অধিক মানুষ এই জনপদে; এখানে কেবলি
বন্য বরাহের আনন্দউৎসব, মানুষের শোকসভা।
শকুন অথবা
শেয়াল না হলে কিংবা মাছির মতো পচা লাশের উপর
করতে না জানলে ভনভন রাতদিন, এ দ্বীপ তাদের জন্যে দোজখের ঘর।
একদিন এই দেশও মানুষের দেশ ছিলো। মৃত্যুময় এই দ্বীপে
জীবনের কোলাহল ছিলো। এখন সেখানে চোরের মতো পা টিপে টিপে
মানুষেরা হাঁটে। তবু এইসব মানুষের চোখে স্বপ্ন ঢালে রোদ-
একদিন এ রজনী শেষ হবে, কেউ এসে বাজাবেই একদিন প্রেম আর আলোর সারদ।
১১.১২.২০১৩ মিলনমোড়, সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান