আঁধার রাতের ক্লান্ত দেহে উঠলো হেসে কে
কোন সে আলো নতুন ভোরের স্বপ্ন দেখেছে
কোন মীনারের দরাজ গলা হৃদয় ছুঁয়েছে
আঁধার চিরে নতুন ভোরে সূর্য উঠেছে ॥
আমরা কি আজ মুখ লুকিয়ে- একলা ঘরের কোণ
ভাবতে পারি সবহারা ঐ রাতের আলিঙ্গন ॥
যখন বনে ফুলের হাসি হৃদয় লুটেছে-
আমরা হবো ঘুম ভাঙানো ভোরের পাখি (সব)
কণ্ঠে হাজার স্বপ্ন সুরের মাখামাখি (মধুর কলরব)
আমরা তো নই আলসে বড় স্বপ্নহারার দল
ছোট্ট বুকে আসা আছে পূর্ণ টলমল ॥
হৃদয়জুড়ে প্রজাপতি ভ্রমর জুটেছে-