আজ শুধু অন্ধকারেই জোনাকি থমকে দাঁড়ায়
তোমাকে না পেয়ে মাগো বিরহ দু’হাত বাড়ায়
বুঝিনি তখন মাগো যখন তুমি ছিলে পাশে
কতটা কষ্ট পেলে দু’চোখে অশ্রু আসে ॥
পাহাড়ি ঝর্ণা নামে, নদীরা বয়ে চলে ,
পাখিরা গান গেয়ে যায় বাগানে দলে দলে ॥
শুধু সেই সুখপাখিটা আসেনা মনের খাঁচায়
সে যেনো হারিয়ে গেছে সুদূরে নীল আকাশে…
বাগানে ফুলে ফুলে ওলিরা গান গেয়ে যায়
আজো সেই আগের মতোই চাঁদটা জোছনা ছড়ায় ॥
শুধু সেই চাঁদের আলো ঝরেনা এই জানালায়
খোকা ডাক শুনবো না আর ভাবতেই কান্না আসে…
মন্তব্য করুন