একটা পাখি গান লেখে আর এক পাখি দেয় সুর
একটা পাতার বুক ছুঁয়ে দেয় ঝলমলে রোদ্দুর
আমি সেই পাখি সেই পাতার সঙ্গে এক সুরে গাই গান
আল্লাহ সুমহান আল্লাহ সুমহান আল্লাহ সুমহান
একটা আকাশ নীল সীমাহীন মেঘের বসত বাড়ি
এক ফালি চাঁদ সেই আকাশে নজর নিল কাড়ি
সেই আকাশ মেঘ আর চাঁদ-জোছনা গাইছে প্রভূর গান
আল্লাহ সুমহান আল্লাহ সুমহান আল্লাহ সুমহান
একটা সাগর উথাল পাথাল ঢেউ নিয়ে নীল বুকে
দিক ভোলা এক আজব জাহাজ দুলছে আপন সুখে
সেই সাগরঢেউ আর জাহাজ দুলে গাইছে মধুর গান
আল্লাহ সুমহান আল্লাহ সুমহান আল্লাহ সুমহান
মন্তব্য করুন