অবাক হয়ে ভাবি / সাইফ আলি

অবাক হয়ে ভাবি
নিঃশর্ত মুক্তি কোরে দাবি
খুনির জন্য বের হলো যেই মিছিল
সেই মিছিলে ঝান্ডা হাতে শ্লোগান তোলো তুমি!!
আহা! টাকার লোভে বিকিয়ে দিতে ঠেকবে কিসে তবে
আমার মাতৃভূমি?

ধর্ষকেরা ফুলের মতো
চোরে সাধুর বাপ
এমনতর সার্টিফিকেট শুনছি তোমার মুখে!
গরম চায়ের কাপ
আর, বিদগ্ধ সংলাপ
চলছে টিভি পর্দাতে আর
সেই আসরে ঝুকে
নিজকে তুমি বেঁচতে পারো যদি
তোমার হাতে নষ্ট হতে ক’দিন সুখের নদী?

গন্ধভরা ডিমে
সকাল বিকাল তা দিয়ে যেই ছানার অপেক্ষাতে
পেঁচার মতো থোবড়াটাকে দাঁড় করিয়ে হাতে
করছো অপেক্ষা,
তার থেকে যে আরেক চোরের জন্ম হবে না
বলতে পারো?
চোখ দু’টোকে মুঠোয় পুরে
দিন-দুপুরে আগুন তুমি পানিই করো যদী
তোমার হাতে রক্ষা হলে হতেও পারে গদি
কিন্তু দেশের মাটি?
কেমন করে ভাবতে পারি বিকিয়ে দেবে না??

এখানে আপনার মন্তব্য রেখে যান