স্বপ্নসমাচার / সায়ীদ আবুবকর

আমগুলো সব কাঁঠাল হওয়ার স্বপ্নে বিভোর,
মাছগুলো চায় পাখি হয়ে যেতে, উড়বে আকাশে;
দুপুর গড়ায়, বিকেল কখন রাত হয়ে আসে,
স্বপ্নে স্বপ্নে কেটে যায় রাত, নেমে আসে ভোর।

এ কেমন দেশ, ফুলগুলো চায় হয়ে যাবে বোমা,
তরবারিগুলো ড্রয়িংরুমের সোনালি শো-কেসে
ঘুম দিতে চায় শিল্পের ঘুম; পাথরেরা এসে
লাইলির ঠোঁটে চুমু খেয়ে বলে, জাগো প্রিয়তমা!

রয়েল বেঙল টাইগারগুলো কাঁপে শুধু ভয়ে,
গরু হয়ে তারা লাঙল টানতে চায় মাঠেঘাটে,
তারপর যেন শখের জীবন গোয়ালেই কাটে;
আর কোনো সাধ জাগে না তাদের জংলি হৃদয়ে।

কোন্ তরবারি দিয়ে ঘাই দিলে বাঘগুলো ফের
সকাল বিকাল দেখতে থাকবে স্বপ্ন বাঘের?

৫.৭.২০১২ মিলনমোড়, সিরাজগঞ্জ