জীবনে অনেক দেব বলে আমি দেইনিতো কিছু
স্মৃতি, শোক, সঞ্চয় আকাঙ্খায় নামে,
অকালে তোমার ব্যথা ঘনকাপে মুখের উপর
দেয়াল, তবুও বলি, কেঁদোনা অমন!
বিপণ্ন ঝড়ের হাওয়া উৎখাত করে যে আমাকে
মগ্ন হৃদয়ে আর ঐশ্বর্যের হাসি শুনবোনা;
ধুলোর আচ্ছাদনে ভীরুজাল আবদ্ধ, মলিন
সমুদ্র, তোমাকে বলি, ঐ গান আর শোনায়োনা;
কবিতা হবেনা আর, হে কবিতা সময় এবার
তুমিও আমার থেকে দূরে সরে যাও
যে তার কাব্য নিয়ে চলে গেল দূরের ওপারে
কবিতা এবার তবে তার বুকে তুমি ফিরে যাও!
এখানে আপনার মন্তব্য রেখে যান