কিছুই দেখিনা আমি
সবকিছু দেখে ফেলে লোকে!
আমার যে চোখ আছে
ভুলে যাই দেখে দেখে তাদের সে চোখে।
কিছুই বুঝিনা আমি
সবকিছু বুঝে ফেলে লোকে!
আমার যে বোধ আছে
ভুলে যাই তাদের সে বোধের আলোকে।
আমার কি দরকার
বুঝে ফেলে সরকার!
আমি বলি- নারে না, এটা নয় ওটা।
উনারা বলেন- বাবা দিলাম তো গোটা!
মোটা মোটা চোখে আমি বিস্ময়ে ভাবি-
গোটা গোটা অক্ষরে লেখেছি এ দাবি!!?
এখানে আপনার মন্তব্য রেখে যান