এই মার্চের গল্প বলি শোনো-
মার্চ মানে তো ভয় পাওয়া নয় কোনো
মুক্ত পাখি, বাঁচতে শেখা, বাঁচা
মার্চ মানে তো ভাঙতে হবে খাঁচা।
এই মার্চে রক্ত শপথ নিয়ে
লাল-সবুজের নিশান তুলে দিয়ে
এক হলো সব বীর জনতা বীর
এই মার্চে ডাক এলো মুক্তির।
এই মার্চে শত্রু হানা দিলো
বীর বাঙালি অস্ত্র তুলে নিলো
বুক পকেটে রক্ত জবা রেখে
স্বাধীনতার যাত্রা এখান থেকে।
এই মার্চে প্রতিজ্ঞা ফের করো
অত্যাচারীর কলার চেপে ধরো
এই মার্চে মুখ খোলো মুখ খোলো
প্রতিরোধের দেয়াল গড়ে তোলো।
এই মার্চে ডাক দিয়ে যাই ডাক
এই পতাকার স্বপ্ন জেগে থাক
ষোল কোটির এই জনপদ ঘিরে
এই মার্চে শান্তি আসুক ফিরে।
এখানে আপনার মন্তব্য রেখে যান