এবার কিছুটা স্বাধীনতা হোক বোঝাপড়া আসো তোমার আমার
এবার কিছুটা ঝরে যেতে দাও দায়বদ্ধতা আঙুল ধরার
পাখি ও পাখির পালক-পাখার ছুটোছুটি থাক আকাশের বুকে
নীড়ে ফিরে যেতে বাধ্য করার কে তুমি মানুষ আমাকে বোঝাও
আমাকে বোঝাও রঙধনু থেকে দৃষ্টি কেড়ে যে দেখালে দালান
তার ভেতরে কি এসির বাতাসে খুঁজে পেয়েছিলে সাগরের ঘ্রাণ
যদি নাই পাও ঘুড়ি স্বাধীনতা শেখাতে এসো না যুত খুলে দাও
তোমার হাতের নাটায়ে বেধো না আমার চলার অলিগলি পথ
এবার কিছুটা সাগর বিলাসী খালি পায়ে থাক ঢেউ স্বধীনতা
জোনাক বিলাসী চোখের পাতায় রেখো না তোমার দানবীয় হাত
এবার কিছুটা স্বাধীনতা হোক বোঝাপড়া আসো তোমার আমার
এবার কিছুটা ঝরে যেতে দাও দায়বদ্ধতা আঙুল ধরার।
এখানে আপনার মন্তব্য রেখে যান