কিন্তু কেমন গোপন কোরে / সাইফ আলি

তোমরা তাকে শিখিয়ে দিলে দেয়াল বেয়ে পালিয়ে যাওয়া
এবং হাসি হাসি মুখে জীবন গাড়ি চালিয়ে যাওয়া
কিন্তু কেমন গোপন কোরে হাত লুকালে ভালোবাসার
তাই কোনোদিন সে বেচারা পথ পেলো না কাছে আসার।

এখানে আপনার মন্তব্য রেখে যান