তাকাও যদি বরফ গলে যেতেও পারে,
ফোটায় ফোটায় জমতে পারে শিশির হয়ে
ঘাসের বুকে এবং কিছু সবুজ পাতায়;
তাকাও যদি চাঁদের মতো মেঘ সরিয়ে
জোছনাতে ফের ছন্দ ফিরে পেতেও পারে।
মনের মাঠে খুব গোপনে কি দাও রুয়ে
এমন কেনো বাড়তে থাকে লাগামছাড়া
দেখতে কিছুই পাইনে চোখে কিন্তু কেমন
ঝর্ণাশীতল উপচে পড়ে পাহাড় চুয়ে।
তোমার চোখে চোখ পুতে যে বলবো কথা
শব্দেরা সব গা ঢাকা দেয় পাইনে খুঁজে,
তাকাও যদি ওমন করে উষ্ণ চোখে
সত্যি বলছি বরফ গলে যেতেও পারে,
ফোটায় ফোটায় ভাঙতে পারে বিষণ্নতা।
এখানে আপনার মন্তব্য রেখে যান