হতভাগা এক জাতির উপাখ্যান / সায়ীদ আবুবকর

কী আর বিদেশজয়ে যাবে হতভাগা এই জাতি,
নিজের ঘরেই কি-অদ্ভুত হয়ে আছে পরাজিত!
কোন্ কালে ছিলো বজ্রকণ্ঠ, ব্যাঘ্র, সিংহ কিংবা হাতি-
আজ পাতিহাঁস-শেয়ালের খাদ্য-রুগ্ণ, অর্ধমৃত।

ঘরে ঘরে ফেরাউন পুষে মুসার কাসিদা গায়,
মহম্মদ-প্রেমে দিওয়ানা হোসেনের কল্লা কেটে-
রাত্রিদিন কি-ফুর্তিতে শুধু নষ্টজলে সাঁতরায়!
তবু বুকে সাধ, বীরদর্পে সে বেড়ায় মর্ত্যে হেঁটে।

অশ্বের উপর ছিলো যার সর্বক্ষণ বসবাস,
দেখতো ঈগলচক্ষু দিয়ে তাবৎ শত্রুশিবির;
মৃত্যুশয্যায় শুয়ে সে ছাড়ে আজ বিষাক্ত নিঃশ্বাস,
আজ সে কেবলি বোঝা প্রিয় তার পুত্র ও বিবির।

কী আর বিদেশজয়ে যাবে হতভাগা এই জাতি,
পুড়েছে অদৃষ্ট যার আর কবরে জ্বলেছে বাতি?

১.৭.২০১৪ মিলনমোড়, সিরাজগঞ্জ