মহামানব হজরত মহম্মদের স. সেই দেশে / সায়ীদ আবুবকর

পবিত্র পায়ের ধুলো তাঁর লেগেছিল যার গায়ে,
সেই মাটি আর সেই দেশ কতই না ভাগ্যবান!
যে-মাঠে কৈশোরে তিনি ছুটেছিলেন ফেরেস্তার পায়ে,
সেই মাঠ ছিলো বুঝি এক টুকরো বেহেস্তবাগান।

আমার দুচোখ শুধু খুঁজে ফেরে সেই পদছাপ
আরবের পথে পথে, যার স্পর্শে বাতিলের ভিত
ধসে গিয়েছিল, কেঁপে উঠেছিল পৃথিবীর পাপ
আর ফিরে পেয়েছিল মানুষ তার লুপ্ত সম্বিত।

আজ সেই পুণ্য দেশে মানবতা মরে মাথা কুটে,
হায়েনারা ঘৃণ্য দাঁতে ছিঁড়েখুঁড়ে খেয়ে যায় সব
নারী আর শিশুর কলিজা; অর্ধনগ্ন হয়ে ছুটে
পালায় তখন এক জাতি আর করে কলরব।

যে-জমিনে তাঁর হাতে উড়েছিল বিজয়ের ঝাণ্ডা,
সেখানে এখন শুধু মৃত্যু আর উটপাখির আণ্ডা।

১৩.৭.২০১৪ মিলন মোড়, সিরাজগঞ্জ