তোমার দুচোখে সুন্দর বেঁধেছে বাসা
বাবুই পাখিরা তোমার কি কেউ হয়?
ঘৃণা চেনো না হে, চেনো শুধু ভালবাসা
কোন্ জলে ধোওয়া বলো তোমার হৃদয়?
তুমি কি দ্যাখোনি শকুনের ক্রুর ঠোঁট
বিধ্বস্ত নগরে কিভাবে খুবলে খায়
মানুষের শব? শ্বাপদ বেঁধেছে জোট,
মহাসংকট মানুষের সভ্যতায়
তুমি এক নারী, ভুলে যেতে পারো সব,
শুধু সুখস্মৃতি বাঁধো তাই আরশিতে
আমি তা পারি না, তাই এত করি রব,
এত শোরগোল কবিতার পঙক্তিতে
বেঁধেছে সুন্দর তোমার দুচোখে বাসা
আমার কবিতা শিখেছে অস্ত্রের ভাষা
৭.১০.২০১৪ মিলনমোড়, সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান