আমার অগ্নিবীণা / সায়ীদ আবুবকর

রক্তাক্ত মিশরকে উৎসর্গিত

যারা বিপ্লবের কথা বলে পথেঘাটে
আর খেজুরের লাঠি নিয়ে বীরপুরুষের মতো হাঁটে,
আমার সমস্ত ঘৃণা
সেসব মূর্খের মুখে, এবং আমার অগ্নিবীণা
বেজে ওঠে তাদেরই বিরুদ্ধে বিক্ষুব্ধ হৃদয়ে
ইসরাফিলের শিঙা হয়ে।

আর যারা তাদের কথায় গাঁড়লের মতো নাচে
পৃথিবীর আনাচে কানাচে;
শান্তির রুমাল হাতে নিয়ে, অতঃপর, তারা সব
ঘুঘুর নরম কণ্ঠে গেয়ে ওঠে সুমধুর ‘বিপ্লব! বিপ্লব!’;
আমার সমস্ত ঘৃণা
তাদের গানের প্রতি, এবং আমার অগ্নিবীণা
তাদেরই বিরুদ্ধে আজ করে ওঠে সিংহের গর্জন
সারাদিন সারাক্ষণ।

বিপ্লব কি কোনো রসালো আঙুর-মিষ্টি আর কেবলি সুস্বাদু
অথবা বিপ্লব বুঝি কোনো জাদু
মুহূর্তে পৃথিবী পাল্টে যাবে বিনয়ী বিপ্লবীদের এক ফুঁতে,
পারবে না যুদ্ধ, রক্তপাত, সংঘর্ষ- কিছুই তাদেরকে ছুঁতে?

সিংহকে হরিণ ভাবে যারা, ঝড়কে প্রশান্তি, আগুনকে ফুল;
আর যেসব নির্বোধ তাদের কথায় দিয়ে যায় জীবন মাশুল
চোখবুজে; আমার এ অগ্নিবীণা আজ কেবলি গর্জন করে
সুতীব্র ঘৃণায়, ঊভয়ের তরে।

১৪.৮.২০১৩ সিরাজগঞ্জ