পূর্ণিমায় অমানিশা / ফজলুল হক তুহিন

অবশেষে তোমাকেও পেয়েছি আমার সৌভাগ্যের মৃত্তিকায়
তুমি হয়েছো আমার আনন্দিত অবগাহনের করতোয়া।
সেই কবে শুরু হয়েছিলো স্বপ্নদৌড়। নীলিমা, তোমাকে ছোঁয়া
ছিলো সাফল্যের শেষ মাইলস্টোন। আজ আমি সেই সীমানায়।

মুহূর্তে আমার মানচিত্র এভারেস্ট বিজয়ীর উল্লসিত
নীল শিহরণে থরোথরো! আদিম প্রচ্ছদে মগ্ন সুলতান
ধরেছে নিখুঁত আমাদের সরল প্রণয় আর অভিমান।
আমাদের আকাশের এই পূর্ণিমার গান আজ হোক গীত।

পরাণের সুরেও কী ভাটির সে টান আসে? পদ্মার অথই
হৃদয়ে ধু ধু চরের দুঃস্বপ্ন কী সবুজহীনতার বিবৃতি?
জানি না এ কোন্ শূন্যতার মেঘ ডাকে রক্তে, এতো নই
সনাতন আমি! চোখে আমার কে যায় এঁকে শীতের বিস্তৃতি?

পৃথিবী জেনেছে, আরো জানুক জোছনাময় আমাদের দরবার
জানি না আমিই শুধু হৃদয়ে এ কোন্ নিঃসঙ্গ গভীর অন্ধকার!

২৮.০১.২০০২