কোথা থেকে এলো এ বিহঙ্গ / সায়ীদ আবুবকর

উৎসর্গ: মজলুম সম্পাদক মাহমুদুর রহমান

এ বিহঙ্গ কোথা থেকে এলো,      কণ্ঠে যার শুধু অগ্নি ঝরে?
সে-অগ্নিতে মুহূর্তে স্বদেশ           জ্বলে উঠে হয়ে গেল সোনা;
সে-বিহঙ্গ বেঁধেছে যে বাসা         ষোলো কোটি সবুজ অন্তরে,-
ব্যাধের কী সাধ্য তাকে ধরে,        বৃথা তার সব জাল-বোনা!

সব লাশ ভূত হয়ে গেছে,            বেঁচে আছে শুধু ঈশা খান-
ইতিহাস ফুঁড়ে আজ দ্যাখো        একজনই শুধু কথা কয়;
যে-বিহঙ্গ গ্রীষ্ম-বর্ষা-শীতে           গেয়েছিল স্বদেশের গান,
মনে রেখো, তার রোম ছোঁয়া       দু-পেয়ে ব্যাধের কর্ম নয়।

এ বিহঙ্গ কোথা থেকে এলো,       কণ্ঠে যার সমুদ্রের ঢেউ?
সে-ঢেউয়ের অমোঘ আঘাতে     জেগে উঠলো সুপ্ত জনপদ;
যে-ছিলো নিষ্প্রাণ শুয়ে গোরে,    প্রাণের মিছিলে এলো সেও;
ফিরে পেল ঢেউ সব নদী,           এমনকি হাওড় ও হ্রদ।

সাহসের অগ্নিস্পর্শে যার             জ্বলে উঠলো ফের সারা বঙ্গ,
বিমুগ্ধ বিস্ময়ে আজ ভাবি,           কোথা থেকে এলো এ বিহঙ্গ?

১১.৪.২০১৩ মিলনমোড়, সিরাজগঞ্জ