বুঝি না কি প্রয়োজন / ফজলুল হক তুহিন

বুঝি না কী প্রয়োজন আর তার বেঁচে থাকবার
ভেবে পাইনে কী দরকার আর তার এভাবে বাঁচার।

প্রাণের জোনাকী অন্ধকার দেহে মিটমিট জ্বললেই
জীবন্ত মানুষ বলা যায়? যায় না, হয়তো যায়।
কিন্তু তাকে কী করে প্রমাণ করা যায় পৃথিবীর মানবিক জীব?
স্মৃতির প্রবাহ তার পদ্মা নদী
খা খা। ধু ধু- শুধু শূন্যতার ঢেউ।
একদিন এখানে অসংখ্য মুখের মিছিল
প্রাণোজ উৎসবে মেতে উঠত কেউ কেউ।

ইন্দ্রিয়ের গিটারে বাজে না তার বেঁচে থাকার সঙ্গীত
ইন্দ্রিয়ের মিটারে ওঠে না তার গতির নীল ইঙ্গিত
তার ইন্দ্রয়ানুভূতি ঠিক যেন আমাদের মূল্যবোধ।
বস্তুত সে বয়সের রোদে পুড়ে পুড়ে মাংসের কয়লা
কাগজ চামড়া ফেটে বেরিয়ে আসতে চায় সরল কঙ্কাল।

বুঝি না কেউ কী তার ওপর নিচ্ছে জীবনের প্রতিশোধ
শিশুর মতন বিছানায় ফেলে রেখে জ্বেলে দিচ্ছে দাউদাউ কোন ক্ষোভ?
আর ক্রমাগত হচ্ছে সে বিপন্ন বিভ্রান্ত এবং অপবিত্র ?

ভেবে পাইনে এসবের অনেক কিছুই
কেন তার মৃত্যু যন্ত্রণায় ফোটে যে নক্ষত্র, জুঁই!

বুঝি না কী প্রয়োজন আর তার বেঁচে থাকবার
ভেবে পাইনে কী দরকার আর তার এভাবে বাঁচার।

৩০.১১.২০০০