আবেগটা ঠিক ওড়ছে না / সাইফ আলি

রাতটা কেমন থমকে আছে
গাছের পাতা নড়ছে না,
হাওয়ার গাড়ি তুলছে ধোঁয়া
আবেগটা ঠিক ওড়ছে না।

আকাশটাকে আগলে রাখে
এমনতর জোছনা কই,
কালো কালো মেঘের বুকে
জমবো ভীষণ! বৃষ্টি নই।

এখানে আপনার মন্তব্য রেখে যান