যত দূর চোখ যায়, লাশ আর লাশ, আর শুধু দেখা যায় শকুনের গলা-
এখানে এখন রাস্তায় যায় না চলা
মানুষের পায়ে; তবু বারবার বিধ্বস্ত অন্তরে
ঘরের বাইরে যাই আর ভয়বিদ্ধ পায়ে ফিরে ফিরে আসি ঘরে।
হঠাৎ শকুন এত, রাস্তায় রাস্তায়-
কি-উল্লাসে ছিঁড়েখুঁড়ে খায়
সীমারের শরে ধরাশায়ী সব স্বজনের নীল লাশ;
কান্নায় ও পচা গন্ধে ভারী হয়ে আছে ক্ষুব্ধ বঙ্গের বাতাস;
তৃপ্তির ঢেকুর তুলে তখন জগৎ শেঠ
ও মীর জাফর আলী খান দোলায় বিপুল পেট
আর হেসে গড়াগড়ি যায়
টিভির পর্দায়।
২০১৩ মিলনমোড়, সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান