দেখতে দেখতে / সাইফ আলি

দেখতে দেখতে দেখতে দেখতে
দু’চোখ গিয়েছে জ্বলে
তবু দেখার হলোনা শেষ!
আমি দেখবো না কিছু আর-
অদৃশ্যে গিয়ে বাধবো এবার কল্পিত সংসার।

এখানে আপনার মন্তব্য রেখে যান