সর্বনাশ সিরিজ / ফজলুল হক তুহিন

ক.
সে এক গভীর সর্বনাশ
আমাকে নদীর মতো টানে
পাথরের মতো নিমেষে তলিয়ে নেয় তার ঘ্রাণে
পায় না দেখতে আমি আর সেই আমার আকাশ।

খ.
সে এক প্রবল সর্বনাশ
আমাকে জড়িয়ে নেয় নেশার আঠায়
পারি না ছড়িয়ে যেতে নেশার লাটাই
ফিরে ফিরে আসে সেই ফাঁস।

গ.
সর্বনাশ আমাকে খুবলে নেয় খেয়ে
ট্রেনের মতো সত্তার দিকে আসে ধেয়ে
তবু পারি না বুঝতে
কী যেন খুঁজতে মিশে যাই তার দিকে চেয়ে।

ঘ.
কী করে হঠাৎ যেন এসে পড়ে সর্বনাশ
আমি হতে থাকি সেচ্ছায় শিকার!
তবু যেন মনে হয় তিক্ষè সুখের বিহার
ক্রমাগত আমি তার জলে মগ্ন হাঁস।

ঙ.
সর্বনাশ আমার হৃৎপিন্ড নিয়ে করে কাঁটাছেড়া
বুকের বসতি হয়ে যায় ভেঙে পড়া ভুজ
পাঁজরে ডুবছে সূর্য, ভূতুড়ে পিলসুজ
মনের খরায় বৃষ্টি ঝরায় তুমুল ব্যথার মেঘেরা।

১২.০২.২০০১