আমি শোকাহত হবো এটা কোনো বড় বিষয় নয়
তার চেয়ে বড় বিষয় হচ্ছে একটু আগেই শোকার্ত মেঘমালা থেকে
অবিরাম ঝরে চলেছে সুখাশ্রু বৃষ্টির ফোটা।
তোমরা তো জানোই
কবির হৃদয় আর্দ্র না হলে তার থেকে বৃষ্টি ঝরে না
সৃষ্টি হয়না কবিতার তাল-লয়-ছন্দ কিংবা অন্তমিলের মাধুর্য!
একটু পরেই হয়তো বৃষ্টি থেমে যাবে
সংকীর্ণ এ শহরের দেয়াল আঁকড়ে ধরে
ঝুলে থাকা বটের শরীরে ধুলো হয়ে জমে যাবে সাজানো ব্যথারা
আর কংক্রিট পোড়া গন্ধে আবারো মৌ মৌ করবে শহুরে জীবন!
আহা! আমি শোকাহত হলেই যদি বৃষ্টি নামতো…