খুনের শহরে আমি / ফজলুল হক তুহিন

খুনের শহরে আমি হেঁটে চলি ত্রস্ত মানুষের মতো
কেননা কবিরাও আর নিরাপদ নয়। শিশু, বৃদ্ধ
কেউ না, কেউ না। হন্তারোক, আততায়ী- চতুর্দিক
অবরুদ্ধ! এ দেশ ঘেরাও- জীবনের সম্ভাবনা
উধাও সুখের মতো। এ শহর যে আমার, আমি
কোথায় যাব, কোথায়? কতো কিছু আজো হলো না
দেখা, চেনাই হলো না কতো মানুষ, কতো
রাস্তা। মমতার, বন্ধুত্বের দৃশ্যাবলী, শব্দাবলী।

চৈতন্যের মহাদেশে বাজে ভয়াবহ সাইরেন!
মর্মন্তুদ মৃত্যুর ছবিরা এসে চোখের আয়না
ভাঙে- কুচিকুচি জলকাচ! পথচলা এই পথ
থেমে যায়। থেমে যায় হৃৎকম্পের অস্থির ময়না।

তবু বিশ্বাসী কন্ঠেরা গেয়ে ওঠে গান- এ শহর
আমাদের, মানুষের, ‘তিমির বিনাশী’ আলোর।

২০.০৫.২০০০