রসুলবিদ্বেষী ব্লগারদের বিরুদ্ধে
যারা ফুলের বিরুদ্ধে কুৎসা রটায়,
জ্যোৎস্নার বিরুদ্ধে যুদ্ধে নেমে ন্যাংটা তরবারি নিয়ে নাচে,
ঝর্ণার কুলকুল ধ্বনির বিরুদ্ধে বিদ্রোহের গান গায়
আর ভালবাসার বিরুদ্ধে মিছিল নিয়ে ছুটে চলে হায়েনার মতো;
আমি কবি, যার কাজই হলো কোকিলের কণ্ঠে সত্য আর সুন্দরের গান গাওয়া,
আজ ঘৃণায় তাদের মুখের উপর ছুঁড়ে মেরে গেলাম আমার যত থুতু।
২০১৩ মিলনমোড়, সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান