তুমি তার কবিতার মতো
কি নিখুঁত সুন্দরে গড়া!
কি নিখুঁত কালো দুটো চোখে
প্রকৃতিই টেনেছে কাজল!!
চিলের ডানার মতো উড়ন্ত চুলে
বাতাসেরা বিলি কাটে বসে,
পলিজমা শরীরের ভাঁজে
ঝরে পড়ে রোদ্রের ফোটা!
তুমি তার কবিতার মতো
ইন্দ্রিয়ে করেছো প্রবেশ
অনুমতি ছাড়া, তবু হায়!
রোখার সাধ্য আছে কার!?