ছায়ার মানুষ / সায়ীদ আবুবকর

সে হাঁটছে জ্যোৎস্নার ভেতর, কিন্তু তার ছায়া নেই;
এদিক সেদিক তাকাতে তাকাতে হাঁটছে সে এক মনে-
শুধু তার ছায়া নেই।

কে এই লোকটা? আমি ভাবি। চোখের চশমা খুলে
সে তাকালো এক নজর আমার চাহনির দিকে।
তারপর আগের মতোই হাঁটতে হাঁটতে মিলে গেল
নিশীথের ছায়ার ভেতর।

কে এই লোকটা? আবারও অবাক হয়ে আমি ভাবি।
সে কি কোনো গোরস্থান থেকে উঠে এসেছিল আজ রাতে,
নাকি তার বসবাস সবসময় আমারই সাথে সাথে?

৮.৮.২০১৩ নাটোর