ধ্বংস হয়ে যাচ্ছি আমি, ধ্বংস হয়ে যাচ্ছি !
ভেতরে এক রক্তক্ষরণ- যেন নীল প্রস্রবণ! সারাটা রাত
সারাটা দিন টের তো আমি পাচ্ছি।
কেন তবু নিরন্তর এক পশুর সাথে যুদ্ধে হেরে যাচ্ছি?
যুদ্ধে হেরে যাচ্ছি?
২.
শত্রু বুঝেও ধ্বংস বুঝেও কেউ কখনো আমার মতো শত্রুকে কী
নিজের মধ্যে দেয় বসতি গড়তে? দেয় নিরবে প্রশ্রয়?
চোখের মধ্যে মাথার মধ্যে রোমকূপে আর মনের মধ্যে
পশুর বিপুল প্ররোচণা- ইতিহাসের প্রবহমান নিশ্চিন্ত সেই ঠিকানা
এক্কেবারে যাই ভুলে যাই, যাই ভুলে যাই প্রশান্তিময় আশ্রয়!
৩.
তবে কী এই আমার ‘ভেতর’
এই পৃথিবীর হাজার পাপের নীল জুলুমে ‘পদ্মা’ হলো?
অন্ধকারে ক্ষয়ে ক্ষয়ে শরীর ছাড়াই আমার ‘প্রথম’
মৃত্যু হলো?
৪.
তাহলে কী কালের কঠিন স্টপেজে আমি হলাম
আত্মঘাতী?
আলোও নেই জোছনাও নেই
বিফল মানুষ?
৫.
আমার এখন তুষার পাতের মতো শুধু খসে খসে পড়া
ধসে ধসে পড়া
নির্মাণের এই শ্রেষ্ঠ কালে?
১০.০৬.২০০০
এখানে আপনার মন্তব্য রেখে যান