রমজানের গান / সাইফ আলি

রমজান এসেছে রমজান এসেছে
বাঁকা চাঁদের হাসিতে রমজান এসেছে।
রহমতেরই মাস মাগফিরাতের মাস
নাজাতেরই মাস রমজান এসেছে।।
আজ আল্লা-তাআলা জান্নাতেরই দুয়ার খুলেছে
রমজান এসেছে রমজান এসেছে।

অন্ধকারে ডুবে থেকে পাপ করেছি কতো
হিসেব করে কূল মেলে না তাই হয়েছি নত
মাফ যদি না করে প্রভূ কি হবে উপায়
রোজা রেখে কাঁদবো আমি পাপী অসহায়
যখন ভরা রহমতেরই জোয়ার এসেছে।

বান্দা যদি লোভ লালসে পথ হারিয়ে ফেলে
সত্য পথের দিশা দিতে কোরআন দিল জ্বেলে
সেই কোরানে পথ না দেখে ভুল পথে সে গেলে
মাগফেরাতের দুয়ারখানি রমজানে দেয় মেলে
আজ পাপী-তাপী সেই দুয়ারে হৃদয় সপেছে।

জেনে এবং না জেনে যে পাপের বোঝা কাঁধে
জাহান্নামে পুঁড়বে পাপী আর ক’টাদিন বাদে
সেই আগুন থেকে নাজাত দিতে নাজাতের এ মাস
রমজান এসেছে রমজান এসেছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান