আয় দুটো কথা কই, বয় এইখানে
রঙচটা কথাগুলো বলি কানে কানে
যানজটে বেধে থাক দুঃখ বা সুখ
নিভৃতে কিছু কথা সামনে আসুক।
এই ধর পাখিদের কোলাহল শেষে
হঠাৎ বর্গি এলো আমাদের দেশে,
কিংবা জঙ্গি হলে দুধ খাওয়া শিশু
খরচ কি হবে আর টয়লেট টিস্যু!
তার থেকে দৈনিকে মুছে ফেল সব
নিঃসন্দেহে এটা সেরা উদ্ভব।
মনে কর দেশটাকে পরোটার মতো
ছিড়ে ছিড়ে খাওয়া যায় ডাল মেখে মেখে,
কিংবা আইন করে ভিনদেশী কাওয়া
মুরগির মতো যায় ফ্রাই করে খাওয়া
তাহলে কি ব্যাংকের লুট করা মালে
তেল কিনে মারা যায় আল-বাল-ছালে?
আয় দুটো কথা কই, বয় এইখানে
যদিও এসব কথা সকলেই জানে।
এখানে আপনার মন্তব্য রেখে যান