চোখের তারায় আটকে ছিলো / সাইফ আলি

চোখের তারায় আটকে ছিলো একটা হলুদ পাতা
সেই পাতাতে জমে ছিলো এক জীবনের ধুলো
হাওয়ায় হাওয়ায় ডানা মেলে উড়ছিলো এক স্বপ্ন
এমন কিছু স্বপ্ন চোখে আমার রাত্রিগুলো।।

একটা পাখির পালক জুড়ে আকাশ মেঘের মায়া
চঞ্চুতে তার নতুন নীড়ের স্বপ্ন ছিলো ঝুলে
ভিনদেশী এক বুলেট এসে বিঁধলো পাখির বুকে
স্বপ্নপুথির মালা ছিঁড়ে পড়লো খুলে খুলে।
আমি সে পুথি কুড়োয় বসে, সে পাখির স্বপ্নগুলো-

যুদ্ধ যুদ্ধ যুদ্ধে পৃথিবী শুদ্ধ
আজ সুখের কবিতা কবির বুকে অবরুদ্ধ।

একটা ফুলের ছিন্ন পত্রে শিশির জমেছিলো ভোরে
কোমল হাতের পায়নি ছোঁয়া সে, পায়নি ভালোবাসা;
সারাটা রাতের স্বপ্ন কণারা বৃথায় জমেছিলো বুকে
আত্মঘাতি মানুষ জানে না প্রেমের এ সরল ভাষা।
আমি সে ভাষায় লেখবো কবিতা, মিলবে কি শব্দগুলো!?

এখানে আপনার মন্তব্য রেখে যান