যারা নিচু হয় / সাইফ আলি

তোমার কি ভয়
তুমি নিশ্চয় প্রতিবাদী নও,
কথা কম কও,
চিন্তা করোনা কিছুটি নিয়েই;
তুমি নাকি এই
অজপাড়াগাঁর লক্ষি ছেলেটি!
কিচ্ছু বোঝো না,
নিরিবিলি থাকো,
কাউকে খোঁজো না।
তা তো বেশ করো
তবে যদি ধরো
কেউ এসে গাঁও লুট করে যায়
তোমাকে কি তারা
গদিতে বসিয়ে আঙুর খাওয়াবে,
অথবা নিরিহ প্রাণী বলে কিছু
ছাড় দিয়ে যাবে?
দেবেনা দেবেনা
ভেবোনা নেবেনা
তোমার কিছুই,
যারা নিচু হয় তারা ক্রমাগত
হয়েছে নিচুই।

এখানে আপনার মন্তব্য রেখে যান