হীরকের খনি / সায়ীদ আবুবকর

হাতে লেগে আছে স্তনের ঊষ্ণতা,
ভিজে গেছে সুখে প্রেমার্ত এ হাত;
কানে লেগে আছে কোকিলের কথা,
বুকের গভীরে ছড়ায় মৌতাত।

ঠোঁটে লেগে আছে চাঁদের চুম্বন,
বুকে গিয়ে পড়ে সুখের ফোয়ারা;
মনে লেগে আছে জুলেখার মন,
সারা অঙ্গ তাই সুখে দিশেহারা।

চোখে লেগে আছে সমুদ্রের ঢেউ,
চোখজুড়ে তাই চাঁদের চাহনি;
এরকম করে বলেনি তো কেউ
‘তুমিই আমার হীরকের খনি!’

৮.৩.২০১৪ কাজলা, রাজশাহী