অতীতকে ভুলে যেতে বর্তমানের মিঠে খাঁস চুমু দরকার ছিলো-
পূনঃরায় মুখোমুখী দাঁড়িয়েছে ভাই আর ভাই,
দূর দেশে বসে আছে কঠিন দাবাড়ু এক ধ্যানে,
সন্দেহ জাগে-
আবেগ উথলে ওঠা ভায়েদের এইসব কুলাবে কি জ্ঞানে!
আমি এক অধম এখানে
কপচিয়ে লেবু-জ্ঞান একা,
তিতা করে ফেললাম বুঝি!!?
কি করবো বলো-
আমি শুধু রাজপথে পুতুলের মতো শত
শহীদের মর্তবা খুঁজি!!